চেলসি নিল রেপ্লিকা ট্রফি, ট্রাম্পের কাছে মূল ট্রফি

আপডেট: July 15, 2025 |
boishakhinews 42
print news

ফুটবলের রাজমুকুট উঠল ইংল্যান্ডের ক্লাব চেলসির হাতে। কিন্তু চূড়ান্ত আলোচনার কেন্দ্রবিন্দুতে নাম লেখালেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! চেলসি যখন ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতে উল্লাসে মেতে ওঠে, তখন ট্রফি যেন রয়ে গেল ভিন্ন এক ঠিকানায়, ওভাল অফিসে।

যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো আয়োজিত ৩২ দলের নতুন ফরম্যাটের ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসি ৩-০ গোলে পরাজিত করে ফরাসি জায়ান্ট পিএসজিকে। নিউ জার্সির বিখ্যাত মেটলাইফ স্টেডিয়ামে আয়োজিত এই মহারণে ইংলিশ ক্লাবটি কেবল জয়ের সুবাসই ছড়ায়নি, ম্যাচজুড়ে রেখে গেছে আধিপত্যের ছাপ। কিন্তু শিরোপা উচ্ছ্বাসের মাঝেই উঁকি দেয় ভিন্ন এক নাটক। যার কেন্দ্রবিন্দুতে ছিলেন খোদ ট্রাম্প।

সামরিক হেলিকপ্টারে করে মাঠে উপস্থিত হন ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া। দর্শকদের উচ্ছ্বাস তখন চূড়ায়। কিন্তু ট্রফি হস্তান্তরের সময় যা ঘটল, তা যেন চেলসির জয়ের আনন্দেও খানিকটা ছায়া ফেলল। খেলোয়াড়েরা যখন বিজয়ের মুহূর্তে ট্রফি নিতে উদগ্রীব, তখন ট্রাম্পের দীর্ঘ সময় ধরে মঞ্চে দাঁড়িয়ে থাকা অনেককে বিব্রত করে তোলে।

 

পরে ডিএজেডএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়ে দেন বিস্ময়কর এক তথ্য। মূল ট্রফিটি নাকি এখন তার অফিসেই! ট্রাম্প আরও দাবি করেন, “এখন যে ট্রফিটা চেলসিকে দেওয়া হয়েছে, সেটা আসলে রেপ্লিকা। মূলটা তো আমার কাছেই রয়েছে!” ইউরোপীয় সংবাদমাধ্যমগুলো তার বক্তব্যকে গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে। অনেকেই বলছেন, মার্চ মাসে ফিফা সভাপতির যুক্তরাষ্ট্র সফরেই ট্রফিটি ট্রাম্পের অফিসে যায়।

ঘটনা আসলে সত্য। চলতি বছরের মার্চ মাসে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে দেখা করেন এবং ক্লাব বিশ্বকাপের মূল ট্রফিটি সাময়িকভাবে তার অফিসে রাখার অনুরোধ করেন। তখন ট্রাম্প বলেছিলেন, “কখন ট্রফিটি নিতে আসবেন? ফিফা সভাপতি বলেছিলেন, ‘‘আমরা আর নেব না। এটা আপনার কাছেই থাকুক। আমরা নতুন একটি বানাচ্ছি।’’

ফলে চেলসিকে দেওয়া হয় নতুন তৈরি একটি রেপ্লিকা ট্রফি। আর মূল ট্রফিটি থেকে যায় ট্রাম্পের কাছে।

চেলসির জন্য এটি একটি ঐতিহাসিক জয়। প্রথমবারের মতো ৩২ দল নিয়ে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপের শিরোপা জয়। কিন্তু এই জয়ের ফাঁকে ফুটবল বিশ্বে নতুন করে আলোচিত হয়ে উঠেছেন এক রাজনৈতিক নেতা, যিনি হয়তো খেলেন না, কিন্তু মাঠের বাইরে শিরোনাম দখল করতে ভালোই জানেন।

চেলসির হাতে রেপ্লিকা, আর ট্রাম্পের টেবিলে মূল ট্রফি; এ যেন আধুনিক ফুটবলের মঞ্চে এক অদ্ভুত বাস্তবতা। যেখানে খেলা জেতে মাঠে, কিন্তু গল্প লেখা হয় রাজনীতির ছায়ায়।

Share Now

এই বিভাগের আরও খবর