১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’: রাষ্ট্রীয়ভাবে শোক পালন


কোটাবিরোধী আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের স্মরণে ১৬ জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ ঘোষণা করেছে সরকার। গত বছরের এই দিনে (১৬ জুলাই, ২০২৪) রংপুরে আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে শহীদ হন তিনি।
এ উপলক্ষে আজ বুধবার (১৬ জুলাই) রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গত ২ জুলাই জারি করা প্রজ্ঞাপনে দিবসটি পালনের ঘোষণা দেওয়া হয়। প্রজ্ঞাপনটি স্বাক্ষর করেন মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানিয়া আফরোজ।
প্রজ্ঞাপনে জানানো হয়, প্রতি বছর ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালিত হবে এবং দিনটি জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ২০২৪ সালের ২১ অক্টোবরের পরিপত্র অনুযায়ী ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত থাকবে।
দিবসটি উপলক্ষে আজ দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। একইভাবে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান ও বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতেও পতাকা অর্ধনমিত রয়েছে।
শহীদ আবু সাঈদসহ কোটাবিরোধী আন্দোলনে প্রাণ দেওয়া সকলের আত্মার মাগফিরাত কামনায় দেশের প্রতিটি মসজিদে আজ বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। অন্য ধর্মাবলম্বীদের উপাসনালয়গুলোতেও তাদের আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হচ্ছে।
এদিকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ‘গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর নির্মাণ ও সংস্কারকাজ বাস্তবায়নের সিদ্ধান্তও নেওয়া হয়েছে, যা দিবসটির তাৎপর্যকে আরো স্মরণীয় করে তুলবে।