সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ক্রিকেট যুদ্ধে বাংলাদেশ -শ্রীলংকা


সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা: ৪০/৩ (৬ ওভারে)
দ্বিতীয় ওভারের পঞ্চম বলে আরও একটি উইকেট তুলে নেয় বাংলাদেশ। এবার শেখ মাহেদীর বলে স্লিপে তানজিদ হাসানের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান কুসল পেরেরা। গোল্ডেন ডাক মেরে ফিরে যান তিনি।
প্রথম ওভারেই সাফল্য পেল বাংলাদেশ:
টস জিতে ব্যাট করতে নেমে ৫ বলেই ১৪ রান তুলে ফেলেছিল শ্রীলঙ্কা। এরপর অবশ্য জুটি ভেঙে দেন বাংলাদেশের স্ট্রাইক বোলার শরীফুল ইসলাম। তার ষষ্ঠ বলটি উড়িয়ে মারতে গিয়ে স্কয়ারলেগ বাউন্ডারিতে তাওহীদ হৃদয়ের হাতে তালুবন্দি হন কুসল মেন্ডিস। ৪ বল খেলে ১ চারে ৬ রান করেন তিনি।
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ:
সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। কলম্বোতে ইতোমধ্যে টস হয়েছে। টস জিতেছেন শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালঙ্কা। তিনি অবশ্য ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন। সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে আগে ফিল্ডিং করবে বাংলাদেশ।
উভয় দলেই দুটি করে পরিবর্তন আনা হয়েছে। আভিস্কা ফার্নান্দো ও চামিকা করুণারত্নের জায়গায় দলে এসেছেন দিনেশ চান্দিমাল ও কামিন্দু মেন্ডিস। অন্যদিকে বাংলাদেশ দলে নেই মেহেদী হাসান মিরাজ ও মোহাম্মদ সাইফউদ্দিন। তাদের জায়গায় এসেছেন মাহেদী হাসান ও তানজিম হাসান সাকিব।
তিন ম্যাচ সিরিজের প্রথমটি শ্রীলঙ্কা ও দ্বিতীয়টি বাংলাদেশ জেতায় বর্তমানে ১-১ এ সমতা বিরাজ করছে।
বাংলাদেশ একাদশ:
তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (ক্যাপ্টেন, উইকেটরক্ষক), তাওহীদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, মাহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশ:
পথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), কুশল পেরেরা, দিনেশ চান্দিমাল, চরিথ আসালঙ্কা (ক্যাপ্টেন), দাসুন শানাকা, কামিন্দু মেন্ডিস, মহেশ থেকশানা, জেফরি ভান্ডারসে, বিনুরা ফার্নান্দো ও নুয়ান থুসারা।