জয়পুরহাটে ব্র্যাকের উদ্যোগে গাছের চারা বিতরণ

আপডেট: July 17, 2025 |
inbound5856958472252121485
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে ব্র্যাকের উদ্যোগে ব্র্যাক আলট্রাপুওর- গ্র্যাজুয়েশন কর্মসূচির ২০২৪ কোহর্ট এর নার্সারি সদস্যর নিম, লেবু ও সজিনা গাছের চারা বিভিন্ন উপকারভোগীদের মাঝে ৩০০ চারা বিতরণ করা হয়।

সকালে ব্র্যাকের আয়োজনে সদর উপজেলা পরিষদ চত্বরে  গাছের চারা বিতরণ  করেন সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন  ব্র্যাক জেলা সমম্বয়ক আরিফুল ইসলাম, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা

উপজেলা নির্বাহী অফিসার  মহোদয় ব্র্যাকের উর্ধ্বতন কর্তৃপক্ষকে এই পরিবেশ বান্ধব কর্মসূচি বাস্তবায়নের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

জেলায় মোট ৫০০ লেবুর চারা, ৫০০ নিম এবং ৫০০ সজনে চারা বিতরণ করা হবে। এরই ধারাবাহিকতায় সদর উপজেলায় ৩০০ গাছের চারা বিতরণ করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর