এখন থেকে মসজিদের সভাপতি হবেন প্রশাসনের কর্মকর্তারা : ধর্ম উপদেষ্টা

আপডেট: July 18, 2025 |
inbound2750976881997782373
print news

সব মসজিদের সভাপতির দায়িত্ব পালন করবেন প্রশাসনের কর্মকর্তারা—এমন ঘোষণা দিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। পাশাপাশি ইমামদের নিয়োগ ও বরখাস্তে সরকারের নীতিমালার অনুসরণ বাধ্যতামূলক বলেও উল্লেখ করেন তিনি।

শুক্রবার (১৮ জুলাই) খুলনার বয়রা এলাকার মেট্রোপলিটন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “ইমামদের হতে হবে জনবান্ধব। বাস্তবভিত্তিক ওয়াজ ও নসিহতের মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে। মসজিদে ‘মব’ মানসিকতা গড়ে তোলা কতটা ভয়ংকর—সে বিষয়েও আলোকপাত করা উচিত।”

ধর্ম উপদেষ্টা আরও বলেন, “মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রমে যদি অনিয়ম, ভুয়া পাঠদান বা একই ব্যক্তির একযোগে একাধিক জায়গায় শিক্ষকতার প্রমাণ মেলে, তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

দেশে অপরাধপ্রবণতা সম্পর্কে মন্তব্য করে তিনি বলেন, “পৃথিবীর অন্য কোনো দেশে এত অপরাধ প্রবণতা দেখা যায় না। সমাজে নৈতিকতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করা না গেলে অপরাধ কমবে না।”

তিনি জানান, ইসলামিক ফাউন্ডেশনে শৃঙ্খলা ফিরেছে এবং সব কার্যক্রম জবাবদিহির আওতায় আনা হচ্ছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. সালাম খান, বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার, খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক, জেলা প্রশাসক সাইফুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Share Now

এই বিভাগের আরও খবর