পাকিস্তানকে হারাতে সেরা ক্রিকেটের বিকল্প নেই : লিটন

আপডেট: July 19, 2025 |
boishakhinews 61
print news

শ্রীলঙ্কার বিপক্ষে সফল টি-টোয়েন্টি মিশন শেষে বেশ চনমনে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সবুজ গালিচা পেরিয়ে লিটন সংবাদ সম্মেলনে আসলেন অনেকটা হেলে-দুলে। মাসখানেকের ওপরে লঙ্কা সফর শেষে আবার মাঠে ফেরার তাড়া।

আগামীকাল রোববার থেকে শুরু হচ্ছে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ২-১ ব্যবধানে সিরিজ জিতে আসায় দলের আত্মবিশ্বাস যে তুঙ্গে তা লিটনের কথাতেই বোঝা গেল, ‘‘শ্রীলঙ্কা সিরিজে প্রথম ম্যাচ হারার পর ভালোভাবে কামব্যাক করেছি। অবশ্যই আমাদের প্রতিটি খেলোয়াড়ের ভেতরে আত্মবিশ্বাস জন্মেছে। তবে একইসঙ্গে এখন ভিন্ন কন্ডিশন, ভিন্ন দল। তাই পার্টিকুলারলি ওই দিনে ওইভাবেই ভালো ক্রিকেট খেলতে হবে। আত্মবিশ্বাসটা আপনাকে সাহায্য করবে। একই সময়ে অবস্থানটা ধরে রাখার জন্য আপনার মনোযোগটা কেমন আছে, সেটাও অনেক বেশি জরুরি হবে সামনের ম্যাচের জন্য।”

যদিও পাকিস্তানের বিপক্ষে সবশেষ সিরিজে বাংলাদেশ হোয়াইটওয়াশ হয়েছিল। করাচিতে তিনটি ম্যাচে বাংলাদেশ হেরেছিল ৩-০ ব্যবধানে। এবার সেই হারের শোধ নিতে মরিয়া তা লিটনের কথাতেই প্রকাশ পেল, ‘‘পাকিস্তানে যখন খেলতে যাই, একই চিন্তাধারা ছিল যে জেতার জন্য খেলব। দুর্ভাগ্যবশত জিততে পারিনি। কিছু ভুল করেছি, তাই ফল আনতে পারিনি। তবে যে কোনো দলকে হারানোর মতো মানসিকতা আমাদের আছে। আমরা সেই চেষ্টাই করব। তবে আপনাকে নির্দিষ্ট দিনে ভালো ক্রিকেট খেলতে হবে। তার মানে এই না যে, হোম কন্ডিশন বলে আমরাই ভালো ক্রিকেট খেলব। আগেও বলেছি, পাকিস্তান ভালো দল। তাদের বেশিরভাগ ক্রিকেটারই বিপিএল খেলে থাকে। তারাও সেই কন্ডিশনটা সম্পর্কে জানে। আমরা চেষ্টা করব, ভালো ক্রিকেটটা খেলার।”

লিটনকে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব দিয়েছে বিসিবি। ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেপ্টেম্বরে এশিয়া কাপ হবে দুবাইয়ে। মহাদেশীয় ও বৈশ্বিক আসরকে সামনে রেখে বিসিবি লম্বা সময় ধরে একজনের অধীনেই দলের দায়িত্ব দিয়েছে। তবে লিটন এতোদূর চিন্তা করছে না। তার ভাবনা কেবল বর্তমানেই, ‘‘আমি বর্তমানেই আছি। আপনারা নেই। আমি তো বর্তমানেই দাঁড়িয়ে আছি। আমাকে বর্তমান নিয়ে প্রশ্ন করলে, বর্তমান নিয়েই উত্তর দেবে। আমরা পুরো দলই বর্তমানে আছি। সামনে যেহেতু আগামীকাল খেলা, তো ভবিষ্যত চিন্তা করব কীভাবে, ৬ মাস পর কী হবে।”

‘‘শ্রীলঙ্কায় একটা ভালো সিরিজ গেছে পুরো দলের। আমরা চেষ্টা করব সেই আত্মবিশ্বাস যেন ধরে রাখতে পারি মিরপুরেও। এরপর আমাদের হাতে সময় থাকবে। আবার ক্যাম্প করব, পরবর্তী সিরিজ খেলব। আলাদা একটা পরিকল্পনা থাকবে। অবশ্যই পরিকল্পনা তো আছেই যে বিশ্বকাপ আছে, বড় টুর্নামেন্ট। এর আগে এশিয়া কাপ আছে। তবে এর আগে কিছু জিনিস যে… আপনি এক সঙ্গে তো ১০ ধাপ এগোতে পারবেন না। এক-দুই-তিন করে এগোতে হবে। সেই ধাপগুলো হচ্ছে এই জায়গা। আমরা চেষ্টা করব ওই ধাপগুলো পূরণ করতে।” – যোগ করেন লিটন।

পাকিস্তানের বিপক্ষে আগের ১১ দ্বিপক্ষীয় সিরিজের ১০টিই হেরেছে বাংলাদেশ। এছাড়া ২২ মুখোমুখিতে বাংলাদেশের জয় কেবল ৩টিতে। এবার পাকিস্তানকে হারাতে সেরা ক্রিকেটের বিকল্প নেই তা আরেকবার মনে করিয়ে দিলেন লিটন, ‘‘শ্রীলঙ্কায় দুইদিন আগে যেটা ঘটে গেছে ওটা পাস্ট। সো এখন এটা নতুন জায়গা, নতুন ভেন্যু, সবকিছু নতুনভাবে নিতে হবে, নতুন চ্যালেঞ্জ আসবে। আমরা প্রস্তুত এই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য। দেখি কী হয়। আমাদের সেরা ক্রিকেটটা খেলতে হবে। সব কিছু তৈরি হয় ইতিহাস হওয়ার জন্য। আর রেকর্ড কিন্তু ভাঙাও হয়। আমরা যদি ভালো ক্রিকেট খেলি, রেকর্ড ভাঙতে সময় লাগবে না। ওই রেকর্ডের চিন্তা না করে, আমরা কী করতে পারি, আমাদের কতখানি সামর্থ্য আছে, কতটা ভালো ক্রিকেট খেলতে পারি, সেসব ভাবলে ওই সব জিনিসই বদলে যাবে।”

Share Now

এই বিভাগের আরও খবর