উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

আপডেট: July 21, 2025 |
inbound3854214322106921782
print news

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুরে উত্তরার মাইলস্টোন কলেজ এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমান দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে। পরে উত্তরায় বিধ্বস্ত হয় বিমানটি।

বিমান বিধ্বস্তের ঘটনায় এখনো কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর নিশ্চিত হওয়া যায়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দুর্ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে ভিডিওটির সত্যতা ও বিস্তারিত বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিদুল ইসলাম বলেন, “আমি মাত্রই ঘটনাটি শুনেছি। মাইলস্টোন কলেজের পাশে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে বলে খবর পেয়েছি। আমি ঘটনাস্থলে যাচ্ছি এবং বিষয়টি নিশ্চিত হওয়ার চেষ্টা করছি।”

এদিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, “দুপুর ১টা ১৮ মিনিটে আমরা সংবাদ পাই যে উত্তরা মাইলস্টোন কলেজের কাছে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। ঘটনাস্থলে আমাদের তিনটি ইউনিট কাজ করছে। আরও দুটি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে। আপাতত এর চেয়ে বেশি কিছু জানানো সম্ভব নয়।”

ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া গেলে তা জানানো হবে।

Share Now

এই বিভাগের আরও খবর