৩০ আগস্ট ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী

আপডেট: July 21, 2025 |
inbound3775645010002564947
print news

নির্বাচনী তত্ত্বাবধায়ক সরকারের সময় ইউরোপের কোনো শীর্ষ নেতার প্রথম ঢাকা সফর হতে যাচ্ছে—দুই দিনের সফরে আগামী ৩০ আগস্ট ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তার এই সফরে অভিবাসন ইস্যুকে বিশেষ গুরুত্ব দেয়া হবে বলে জানা গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ৩০ আগস্ট ঢাকায় পা রাখবেন ইতালির প্রধানমন্ত্রী এবং ৩১ আগস্ট প্রধান উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করবেন তিনি। এ সফর ঘিরে ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়েছে। এতে সভাপতিত্ব করেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই সফরে অবৈধ অভিবাসন রোধে গৃহীত উদ্যোগ, বৈধ অভিবাসন প্রক্রিয়ার অগ্রগতি এবং ‘মাইগ্রেশন অ্যান্ড মবিলিটি’ সমঝোতা স্মারকের বাস্তবায়ন নিয়ে আলোচনা হবে। উল্লেখ্য, চলতি বছরের মে মাসে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাতেও পিয়ান্তেদোসি ঢাকা সফর করেছিলেন এবং তখনই প্রধানমন্ত্রীর সফরের প্রাথমিক সম্মতি পাওয়া যায়।

এ ছাড়া দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন, বাণিজ্য, বিনিয়োগ ও প্রতিরক্ষা সহযোগিতার বিষয়গুলোও আলোচনায় আসতে পারে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে।

প্রসঙ্গত, এর আগে ১৯৯৮ সালে তৎকালীন প্রধানমন্ত্রী রোমানো প্রোদি ঢাকায় এসেছিলেন। সেবার ছিল ইতালির কোনো শীর্ষ নেতার প্রথম ঢাকা সফর। সেই ধারাবাহিকতায় এবার দ্বিতীয়বারের মতো কোনো ইতালীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে আসছেন।

Share Now

এই বিভাগের আরও খবর