রাণীশংকৈলে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

আপডেট: July 22, 2025 |
inbound3207133763205236951
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ১৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

সোমবার (২১ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার নেকমরদ ইউনিয়নের ভবানন্দপুর ও করনাইট এলাকায় রাণীশংকৈল থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, ভবানন্দ পুর এলাকার মৃত রশিদুল ইসলামের ছেলে মাসুদ রানা (৪৮) এবং করনাইট গুচ্ছগ্রাম এলাকার মৃত মনসুর আলীর ছেলে আলাউদ্দিন (২৫) ।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকদ্রব্য সহ তাদের হাতে নাতে গ্রেফতার করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর