বিমান দুর্ঘটনায় হতাহতের তথ্য গোপনের দাবি সঠিক নয়: অন্তর্বর্তী সরকার

আপডেট: July 22, 2025 |
inbound1601164330485696173
print news

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতের সংখ্যা গোপন করা হচ্ছে—এমন অভিযোগকে ‘অপপ্রচার’ বলে নাকচ করেছে সরকার।

মঙ্গলবার (২২ জুলাই) সকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, “সরকার যথাযথভাবে নিহত ও আহতদের শনাক্ত করছে এবং প্রতিটি তথ্য যাচাই করে তালিকাভুক্ত করছে।”

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতদের মরদেহ শনাক্তে প্রয়োজনে ডিএনএ পরীক্ষার ব্যবস্থা নেয়া হচ্ছে। আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে ঢাকার বিভিন্ন হাসপাতালে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।”

সরকারি বিবৃতিতে বলা হয়, “আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, কিছু মহল অপপ্রচারের মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। আমরা স্পষ্টভাবে জানাতে চাই—হতাহতের কোনো তথ্য গোপন করা হয়নি। বরং সেনাবাহিনী, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় প্রশাসন সম্মিলিতভাবে কাজ করছে যাতে একটি তথ্যও বাদ না যায়।”

সরকারের পক্ষ থেকে নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে, কেউ নিখোঁজ থাকলে যেন অভিভাবকরা দ্রুত স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। কলেজে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন নথি ও উপস্থিতির খাতা খতিয়ে দেখা হচ্ছে।

গতকাল সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে বিমান বাহিনীর ‘এফ-৭ বিজিআই’ মডেলের একটি যুদ্ধবিমান উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই মাইলস্টোন কলেজের একটি ভবনে আছড়ে পড়ে। মুহূর্তেই বিস্ফোরণ ও আগুন ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।

দুর্ঘটনার সময় স্কুলের প্রথম থেকে সপ্তম শ্রেণির ক্লাস চলছিল। বিকট শব্দ, আগুন ও ধোঁয়ায় শিক্ষার্থীরা ভয় পেয়ে যায়। অনেকে কান্নায় ভেঙে পড়ে, কেউ দৌড়ে বাইরে বেরিয়ে আসে।

এ দুর্ঘটনায় এখন পর্যন্ত অন্তত ২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন শতাধিক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

Share Now

এই বিভাগের আরও খবর