সচিবালয়ের সামনে ছাত্রলীগ কর্মীকে ধরে পুলিশে দিল ছাত্রদল

আপডেট: July 23, 2025 |
inbound1495193006801398809
print news

ডিআইইউ প্রতিনিধি: সচিবালয়ের সামনে ‘শেখ হাসিনা আসবে’ বলে স্লোগান দেওয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে আটক করে পুলিশে দিয়েছে ছাত্রদল।

মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যায় ছাত্রলীগের ওই কর্মীকে পুলিশে দেয় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। আটক ছাত্রলীগ কর্মীর নাম রাসেল বলে জানা গেছে।

জানা যায়, দিনভর এসএসসি অকৃতকার্য শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন।

একপর্যায়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা সচিবালয়ের প্রধান ফটকের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং কয়েকটি মাইক্রোবাস ভাঙচুর করেন।

আন্দোলনের সময়ই ছাত্রলীগ কর্মী রাসেল সেখানে এসে ‘শেখ হাসিনা আসবে’ বলে স্লোগান দিতে থাকেন। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এসময় সেখানে উপস্থিত ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মঈন এবং পল্টন থানা ছাত্রদল নেতা মাঈনুদ্দিন মিলন তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

ছাত্রদলের আরও কয়েকজন নেতাকর্মী এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

পল্টন থানার দায়িত্বরত এক পুলিশ জানায়, আটক ছাত্রলীগ কর্মীকে থানায় রাখা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Share Now

এই বিভাগের আরও খবর