দেশ ‘ফ্যাসিবাদবিরোধী দলগুলোর ঐক্য আরও বেশি দৃশ্যমান করতে হবে’

আপডেট: July 23, 2025 |
inbound2315149179541606159
print news

ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে বৃহত্তর ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘আপনাদের মধ্যে যে ঐক্য আছে, সেটা আরও দৃশ্যমান হলে ভালো হয়। ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে কিংবা গঠনমূলক কোনো কর্মসূচিতে যদি আপনারা একসঙ্গে থাকেন এবং তা জনগণের সামনে স্পষ্ট হয়, তাহলে মানুষের মধ্যে স্বস্তির অনুভব তৈরি হবে। এতে অনেকেই আশাবাদী হবেন—এবং দেশের মানুষও সেটাই চায়।’

মঙ্গলবার (২২ জুলাই) রাতে রাজধানীর যমুনায় নিজ সরকারি বাসভবনে দেশের চারটি রাজনৈতিক দল—বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি ও ইসলামী আন্দোলনের নেতাদের সঙ্গে এক জরুরি বৈঠকে তিনি এ মন্তব্য করেন। দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য এ বৈঠকের আয়োজন করা হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি জানান, ‘প্রধান উপদেষ্টার আহ্বানে চারটি দলই অংশ নেয় এবং আলোচনা হয় অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। ফ্যাসিবাদবিরোধী ঐক্যের প্রশ্নে দলগুলোর মধ্যে কোনো মতপার্থক্য নেই—এ কথা তারা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘দলগুলোর কেউ কেউ স্বীকার করেছেন, রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবে কখনো কখনো একজন আরেকজনের বিরুদ্ধে কিছু কথা বলা হয়। তবে এর মানে এই নয় যে, তারা একে অপরের বিরোধী। বরং তারা একে অপরের রাজনৈতিক সহযোগী। এ ধরনের বক্তব্য থেকে ফ্যাসিবাদবিরোধী ঐক্যে কোনো বিভাজন আছে—এমন ধারণা করা অনুচিত।’

আইন উপদেষ্টা জানান, বৈঠকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সরকারকে আরও কঠোর ভূমিকা নেওয়ার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি বিএনপির পক্ষ থেকে সুষ্ঠু নির্বাচনী প্রক্রিয়ার দিকে দ্রুত অগ্রসর হওয়ার আহ্বান জানানো হয়।

Share Now

এই বিভাগের আরও খবর