রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু

আপডেট: July 24, 2025 |
inbound1531759544879113952
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বজ্রপাতে আবু সাঈদ (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ জুলাই) বিকেলে উপজেলার লেহেম্বা ইউনিয়নের গোগর গ্রামের অন্তার বিল মাঠে এ ঘটনা ঘটে।

নিহত আবু সাঈদ ওই গ্রামের খয়রাত আলী ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, অন্তার বিল মাঠে বৃহস্পতিবার বিকেলে আমন ধানের জমিতে সেচ দিতে যাই আবু সাঈদ।

কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু হয় এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহত আবু সাঈদ দীর্ঘদিন গোগর চৌরাস্তা বাজারে নৈশ্য প্রহরী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং পাশাপাশি একটি মুদি দোকান পরিচালনা করতেন।

এ বিষয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক জানান, বজ্রপাতে এক কৃষকের মৃত্যুর খবর শুনেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর