ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১০

আপডেট: July 24, 2025 |
inbound8601795279440268891
print news

ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ১০ থেকে ১২ জন যাত্রী। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১০টার দিকে সদর উপজেলার করিমপুরে আবুল হোসেন পেট্রোল পাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন চৌধুরী জানান, সকালে ফরিদপুর থেকে ছেড়ে আসা একটি লোকাল বাসের সঙ্গে ঢাকাগামী রয়েল পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই লোকাল বাসের তিনজন যাত্রী নিহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। দুর্ঘটনার পর স্থানীয়রা এবং ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।

ওসি সালাউদ্দিন আরও জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে এবং যানচলাচল কিছু সময় বন্ধ থাকলেও পরে তা স্বাভাবিক করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর