বগুড়ার নন্দীগ্রামে সন্ত্রাস প্রতিরোধে পুলিশের লিফলেট বিতরণ


শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ “ছুরি-চাকু সন্ত্রাস রুখতে হবে এখনেই, নিরাপদ বগুড়া আমাদের হাতেই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় পুলিশ উদ্যোগ নিয়েছে জনসচেতনতা বাড়ানোর।
২৪ জুলাই (বৃহস্পতিবার) বিকেল ৩টার দিকে বগুড়ার নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মোজাহারুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশের একটি দল পৌর বাসস্ট্যান্ড এলাকায় সন্ত্রাস
প্রতিরোধে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
লিফটেগুলিতে ছুরি-চাকু বহন ও ব্যবহার সম্পর্কিত সচেতনতা বৃদ্ধির বার্তা ছিলো। এতে বলা হয়-ছুরি হামলা ফৌজদারি অপরাধ, এর সাজা জেল অনিবার্য। তরুণদের ছুরি বহন বা ব্যবহার থেকে দূরে রাখুন।
সহিংসতায় বীরত্ব নয়, বরং এতে আজীবন লজ্জা রয়েছে। সমাজের সকলে মিলে সহিংসতার প্রতিবাদ গড়ে তুলতে হবে।
যেকোনো ঘটনা বা হামলার সম্ভাবনা দেখলে পুলিশকে জানান অথবা ৯৯৯-এ কল করুন। “ছুরি নয়,সহমর্মিতা চাই,” “আপনি সচেতন থাকলে শহর নিরাপদ”- এমন বার্তায় সাজানো ছিল সচেতনতামূলক এই লিফলেটগুলো।
নন্দীগ্রাম থানার ওসি মোজাহারুল ইসলাম বলেন,” নন্দীগ্রামে ছুরি-চাকু সন্ত্রাসের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে আছি।
অভিভাবকদের সচেতন থাকতে হবে সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে-সে বিষয়ে।
আমরা চাই আপনার নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করুন,তাহলেই সন্ত্রাস রোধ করা সম্ভব।
সাধারণ জনগণ পুলিশের এ ধরনের সচেতনতামূলক কর্মসূচিকে স্বাগতম জানান এবং নিরাপদ সমাজ গঠনে পুলিশকে সহায়তার আশ্বাস দিয়েছেন।