‘ভারত পুশইনের সময় নদীর পাড়ে, জঙ্গলে ফেলে যায়—এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়’

আপডেট: July 26, 2025 |
inbound1987595594879324069
print news

ভারত থেকে বাংলাদেশি নাগরিকদের পুশইনের সময় নদীর পাড়ে বা জঙ্গলে ফেলে যাওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, গত এক মাসে ভারত থেকে ১ হাজার ৫০০ বাংলাদেশিকে পুশইন করা হয়েছে।

শনিবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র‌্যাব-১১ সদর দপ্তর পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। উপদেষ্টা জানান, “এ তথ্য সঠিক যে ভারত গত এক মাসে প্রায় দেড় হাজার বাংলাদেশিকে পুশইন করেছে। তবে প্রতিবাদের ফলে বর্তমানে সংখ্যা কিছুটা কমেছে।”

তিনি বলেন, “ভারতে অবস্থানরত যেসব বাংলাদেশি আছেন, তাদের একসময় ফিরতেই হবে। কিন্তু ভারত সীমান্ত দিয়ে কখনো কখনো রোহিঙ্গাদেরও পাঠিয়ে দিচ্ছে, যাদের আমরা ফেরত পাঠিয়ে দিচ্ছি।”

পুশইনের পদ্ধতি নিয়ে অসন্তোষ জানিয়ে জাহাঙ্গীর আলম বলেন, “আমরা ভারতকে স্পষ্ট করে বলেছি—যদি কোনো বাংলাদেশি নাগরিক থেকে থাকে, তাহলে তাদের যথাযথ প্রক্রিয়ায় ফেরত পাঠাতে হবে। যেমনটা আমরা ভারতের নাগরিকদের ক্ষেত্রে করি। কিন্তু তাদের এইভাবে সীমান্তে ফেলে যাওয়া মানবিকতা ও আন্তর্জাতিক নিয়মের লঙ্ঘন।”

তিনি আরও বলেন, “যদি কোনো বাংলাদেশি অবৈধভাবে ভারতে অবস্থান করে, আমরা তদন্ত করে সঠিক প্রক্রিয়ায় তাকে গ্রহণ করব। তবে কোনো রোহিঙ্গাকে পাঠানো হলে তাকে নেওয়া হবে না।”

সিদ্দিরগঞ্জের র‌্যাব-১১ সদর দপ্তর পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন র‌্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, র‌্যাব-১১ এর ভারপ্রাপ্ত অধিনায়ক ডিআইজি মোশারফ হোসেন ভূঁইয়া, উপ-অধিনায়ক মেজর অনাবিল ইমাম ও অপারেশন অফিসার সিনিয়র এএসপি গোলাম মোর্শেদসহ র‌্যাবের অন্যান্য কর্মকর্তারা।

একই দিনে তিনি নারায়ণগঞ্জ পুলিশ লাইন, র‌্যাব-১১ কার্যালয় এবং জালকুড়ির বিজিবি-৬২ ব্যাটালিয়ন কার্যালয়ও পরিদর্শন করেন।

Share Now

এই বিভাগের আরও খবর