গোপালগঞ্জের সহিংসতায় আরও এক মামলা

আপডেট: July 26, 2025 |
inbound6208119533257862066 1
print news

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় আরও একটি হত্যা মামলা দায়ের হয়েছে। এ নিয়ে জেলার চারটি থানায় মোট ১২টি মামলা রুজু হয়েছে, যার মধ্যে পাঁচটি হত্যা মামলা রয়েছে।

শনিবার (২৬ জুলাই) গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পদযাত্রার দিন গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া রমজান মুন্সীর ভাই জামাল মুন্সী বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে এই হত্যা মামলা দায়ের করেছেন।

গোপালগঞ্জ সদর, কাশিয়ানী, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া থানায় দায়ের হওয়া মোট ১২টি মামলার মধ্যে রয়েছে:

৫টি হত্যা মামলা

১টি বিশেষ ক্ষমতা আইনে মামলা

৬টি সন্ত্রাস দমন আইনে মামলা

এই মামলাগুলোর আসামির সংখ্যা মোট ১০,১৮৭ জন, যাদের মধ্যে ইতোমধ্যে ৩২৫ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

উল্লেখ্য, গত ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ও পথসভা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা প্রতিহত করতে গেলে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে। সংঘর্ষে পাঁচজন নিহত হন এবং পুলিশ ও সাংবাদিকসহ শতাধিক ব্যক্তি আহত হন। সংঘর্ষ চলাকালে হামলাকারীরা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গেও মুখোমুখি হয়।

নতুন করে দায়ের হওয়া মামলাটি সহিংস ঘটনার বিচারপ্রক্রিয়াকে আরও জোরদার করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Share Now

এই বিভাগের আরও খবর