বগুড়ায় পুলিশের অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ০১


শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুর থানা পুলিশের মাদক বিরোধী অভিযোগ ১৪(চৌদ্দ) পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ আঃ হামিদ (৫৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। আজ তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
২৬ জুলাই (শনিবার) দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে বগুড়া শাজাহানপুর থানার এসআই (নিঃ) মোঃ শহিদুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় খরনা বাজার সংলগ্ন কর্মকারপাড়া গ্রামস্হ ডাক্তার আনিছুর রহমান এর কালিপুকুর দক্ষিণ পাড়ে আকাশমনি গাছের বাগানের ভিতর অভিযান পরিচালনা করে ১৪ (চৌদ্দ) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ আঃ হামিদকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আব্দুল হামিদ বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন পারতেখার হাজীপাড়ার গ্রামের মৃত-আঃ সামাদ এর ছেলে।
শাজাহানপুর থানার এসআই (নিঃ) শহিদুল ইসলাম জানান,গ্রেফতারকৃত আঃ হামিদ এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আজ রোববার দুপুরের পর বগুড়ায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।