রাণীশংকৈল থেকে চুরি হওয়া তিনটি ট্রান্সফরমারসহ  আটক ০১

আপডেট: July 28, 2025 |
inbound4770384478819030101
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা থেকে চুরি হওয়া তিনটি ট্রান্সফরমারসহ শহিদুল ইসলাম (২৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

২৭ জুলাই (রবিবার) ভোর ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে দিনাজপুর জেলার কাহারোল এলাকা থেকে ট্রান্সফরমারসহ তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শহিদুল ইসলাম বদরগঞ্জ থানার মুন্সিপাড়া এলাকার মিনহাজুল আলমের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, চুরি যাওয়া ট্রান্সফরমার গুলো ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছিল মর্মে গোপন সংবাদের ভিত্তিতে কাহারোল, বীরগঞ্জ ও রাণীশংকৈল থানা পুলিশ যৌথ ভাবে ধাওয়া করে। পরে ভোর ৬ টার দিকে কাহারোল এলাকায় ট্রাকটি আটক করতে সক্ষম হয়।

inbound3072867481845297865

রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ (ওসি) আরশেদুল হক জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এরা চোর সিন্ডিকেটের মুল হোতা।আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Share Now

এই বিভাগের আরও খবর