পানি নিষ্কাশনের ড্রেন ভরাট করায় জলাবদ্ধতা, দুর্ভোগে শতাধিক পরিবার

আপডেট: August 1, 2025 |
inbound2118065304214622619
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মেদিনীপাড়া (কান্দুপাড়া, প্রধানপাড়া) গ্রামে পানি নিষ্কাশনের ড্রেন ও কালভার্ট মাটি দিয়ে ভরাট করায় পানিবন্দি হয়ে চরম দুর্ভোগে রয়েছে প্রায় শতাধিক পরিবার।

পানি নিষ্কাশনের গতিপথ বন্ধ করায় সামান্য বৃষ্টিতেই ডুবে যায় পুরো এলাকা। জলাবদ্ধতার কারনে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে শিশু ও বৃদ্ধরা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মান করা হলেও ঐ এলাকার জনৈক নজরুল ইসলাম এবং এনামুল পানি নিষ্কাশনের ড্রেন এবং কালভার্ট ভরাট করায় সামান্য বৃষ্টি হলেই প্রায় শতাধিক পরিবার পানিবন্দি অবস্থায় জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন।

সামান্য বৃষ্টিতেই ঘরের ভেতরে পানি উঠে যায়। রান্নাবান্না, চলাফেরা, সব কিছুই অসম্ভব হয়ে পড়ে। জমে থাকা পানি ধীরে ধীরে পচে দুর্গন্ধ ছড়ায় এবং এলাকার পরিবেশ নষ্ট হয়ে যায়। এতে করে এলাকাটি অনেকটাই ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে।

দিনের পর দিন এভাবে বসবাস করায় অনেকের পানিবাহিত রোগে আক্রান্ত হওয়ার সম্ভবনা বেড়ে যাচ্ছে।

স্থানীয় বাসিন্দা গ্রাম পুলিশ শুকু রবিদাসের বাড়িতে গিয়ে দেখা যায় বৃষ্টির পানি জমে থাকার কারনে তার বসবাসের একমাত্র মাটির ঘরটিতে ফাটল দেখা দিয়েছে, এতে যেকোন সময় দেয়ালটি ধ্বসে দূর্ঘটনা ঘটতে পারে।

বাসিন্দা শহিদুল ইসলাম বলেন, ড্রেন বন্ধ করাশ সামান্য বৃষ্টি হলেই পানি জমে যায় এতে চলাচল করা কঠিন হয়ে পড়েছে। আমারা প্রশাসনের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবী জানাচ্ছি।

স্থানীয় ইউপি সদস্য চুন্নু মন্ডল জানান, এ সমস্যা দীর্ঘদিনের। ড্রেন এবং কালভার্ট ভরাট করায় পানি স্বাভাবিকভাবে নিষ্কাশিত হচ্ছে না।

Share Now

এই বিভাগের আরও খবর