জিম্বাবুয়েকে ৮ উইকেটে পরাজিত করেছে বাংলাদেশের জুনিয়র টাইগাররা

আপডেট: August 1, 2025 |
boishakhinews 1
print news

জিম্বাবুয়েতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত ছন্দে ফিরেছে বাংলাদেশ। আজ শুক্রবার (০১ আগস্ট) হারারে স্পোর্টস ক্লাবে স্বাগতিক জিম্বাবুয়েকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করেছে বাংলাদেশের যুবারা।

টস হেরে আগে বোলিংয়ে নেমে দারুণ নিয়ন্ত্রিত এবং আক্রমণাত্মক বোলিংয়ের প্রদর্শনী উপহার দেয় বাংলাদেশের বোলাররা। জিম্বাবুয়ের ব্যাটারদের একপ্রকার দম ফেলতেই দেয়নি ইকবাল হোসেন ইমন ও তার বোলিং সঙ্গীরা। মাত্র ৮৯ রানেই অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। যা এই পর্যায়ের আন্তর্জাতিক ম্যাচে অনেকটাই আত্মসমর্পণের সমান।

ইকবাল হোসেন ইমন ছিলেন বোলিং আক্রমণের মূল ভরসা। মাত্র ৬.৩ ওভার বল করে ২৭ রানে তুলে নেন ৪ উইকেট। পাশাপাশি স্বাধীন ইসলাম এবং সানজিদ মজুমদার নেন দুটি করে উইকেট। আর বাকি উইকেটগুলো ভাগ করে নেন অন্যরা।

অল্প রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই অবশ্য ধাক্কা খায় বাংলাদেশ। ওপেনার রিফাত বেগ ইনিংসের প্রথম ওভারে গোল্ডেন ডাক মারেন। তবে অন্যপ্রান্তে অধিনায়ক আজিজুল হাকিম তামিম ছিলেন দৃঢ়। ৪৯ বলে ৬টি চারের সঙ্গে একটি ছক্কায় গড়া ৪৭ রানের অনবদ্য ইনিংস খেলে ম্যাচ শেষ করে মাঠ ছাড়েন অপরাজিত অবস্থায়। তার সঙ্গে ৫২ রানের জুটি গড়েন রিজান হোসেন, যিনি ২৬ বলে ২১ রানে অপরাজিত থাকেন। ইনিংসের মাঝপথে দ্রুতগতির ২০ রানের ক্যামিও খেলে আউট হন কালাম সিদ্দিকি আলিন।

এই জয়ে পয়েন্ট তালিকায় দক্ষিণ আফ্রিকার সঙ্গে সমান ৬ পয়েন্টে পৌঁছায় বাংলাদেশ। যদিও নেট রান রেটে কিছুটা পিছিয়ে থাকায় আপাতত অবস্থান দ্বিতীয় স্থানে। তবে ফাইনাল নিশ্চিত করে সিরিজ জয়ের দৌড়ে তারা এখন একেবারে সামনে।

টুর্নামেন্টে আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের পর এই জয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে লাল-সবুজের তরুণ ব্রিগেড। ফাইনালের মঞ্চে এখন তাদের একটাই লক্ষ্য, শিরোপা জিতে দেশে ফেরা।

Share Now

এই বিভাগের আরও খবর