বগুড়ায় হাতুড়িপেটায় আহত ব্যবসায়ীর মৃত্যু

আপডেট: August 3, 2025 |
inbound6036385930043398257
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুর মামলা তুলে না নেওয়া ও চাঁদা না দেওয়ায় হাতুড়িপেটায় আহত আল আমিন(৩৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

০২ আগষ্ট (শনিবার) দিবাগত রাত ১১ টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীব অবস্থায় আল আমিন মারা যান।

নিতহ আল আমিন শাজাহানপুর উপজেলাধীন ভাদাইকান্দি গ্রামের আফসার আলীর ছেলে।তিনি বগুড়া জেলা শহরের নিউ মার্কেটে প্রসাধনীর ব্যবসা করতেন।

নিহতের স্বজনরা জানান, প্রায় দেড় বছর ধরে প্রতিবেশী নূরুল ইসলাম, আবু হেসেন ও ফজলুল হক আল আমিনের এক একর কৃষিজমি দখলের চেষ্টা চালিয়ে আসছিলেন এর মধ্যে দফা হামলার শিকার হন আল আমিন ও তার পরিবার।

দুই ঘটনায়ই থানায় মামলা করেন তিনি।এতে ক্ষুব্ধ হয়ে অভিযুক্তরা সম্প্রতি তাকে মামলা তুলে নেওয়া ও দুই লাখ টাকা চাঁদা দেওয়ার জন্য চাপ দেয়।

অভিযোগ অনুযায়ী, গত ২৮ জুলাই সকাল সাড়ে ৮ টার দিকে বাড়ি থেকে বের হওয়ার সময় আল আমিনের ওপর হামলা চালানো হয়।

হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয় আল আমিন ও তার বাবা আফসার আলীকে এসময় তার কাছ থেকে সোয়া এক লাখ টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা।

চারদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শনিবার রাতে আল আমিনের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবার ৩০ জুলাই বগুড়ার শাজাহানপুর থানায় ১৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন।

শাজাহানপুর থানার অফিস ইনচার্জ(ওসি) শফিকুল ইসলাম এর নিকট বিষয় জানতে চাইলে তিনি বলেন, “অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

মরদেহ ময়নাতদন্ত শেষে আজ রোববার দুপুরে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Share Now

এই বিভাগের আরও খবর