শিবগঞ্জের মহাস্থান উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

আপডেট: August 4, 2025 |
inbound2926144979158160430
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলাধীন মহাস্থান উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

০৪ আগস্ট (সোমবার) দুপুর ১২টার দিকে অত্র বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সমাবেশ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক ইউপি সদস্য আছালতজ্জামান আকন্দের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও কৃতি শিক্ষার্থীদের ক্রেষ্ট প্রদান করেন, উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান।
এসময় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান শিক্ষার্থী, শিক্ষক মন্ডলী ও অভিভাবক সদস্যদের উদ্দেশ্যে উপদেশ মুলক বক্তব্য দেন।

সমাবেশে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) শাহীনুজ্জামান শাহীন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মাহবুব মোরশেদ, উপজেলা বিএনপি ও মহাস্থান মাজার মসজিদ কমিটির যুগ্ম সম্পাদক তাহেরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল হক।

inbound4823859360693852053

আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্হিত ছিলেন, মহাস্থান মাজার মসজিদ কমিটির সদস্য আলহাজ্ব মিনহাজ্ব আলী, আলহাজ্ব ফরহাদ হোসেন, ইউপি সদস্য আলমগীর হোসেন ওরফে লালু, অভিভাবক সদস্য আব্দুর রাজ্জাক,সমাজ সেবক বীর মুক্তিযোদ্ধা সোলায়মান আলী, আলহাজ্ব মোশারফ হোসেন,গিয়াস উদ্দিন,দুলাল হোসেন,আজমল হোসেন, মোশারফ হোসেন,বাবলু মিয়া,শাহজাহান আলী,সিনিয়র শিক্ষক সুফি আলম,সহকারী শিক্ষক আমিনুল ইসলাম, অভিভাবক বেলাল হোসেন, আব্দুল মোমিন প্রমূখ। এসময় অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা মন্ডলী সহ অভিভাবক সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর