বগুড়ায় আলোচিত আল-আমিন হত্যা মামলার মূল আসামীর বাড়িতে অভিযান, অস্ত্র ও বন্দুক উদ্ধার

আপডেট: August 4, 2025 |
inbound902890392336600326
print news

শাহজাহান আলী, বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুর উপজেলার খরনা ইউনিয়নের ভাদাইকান্দি গ্রামে আলোচিত আল-আমিন হত্যা মামলার মূল অভিযুক্তের বাড়িতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও একটি একনলা এসএসবিএল বন্দুক উদ্ধার করেছে পুলিশ।

এ সময় ঘটনাস্থল থেকে ১৫টি ব্যবহৃত কারতুজের খোসাও জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার ৪ আগস্ট(রোববার) সকালে বগুড়ার শাজাহানপুর থানা পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্রামে অভিযান পরিচালনা করে।

অভিযানে মূল আসামীর বাড়িতে তল্লাশি চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। অভিযুক্তরা পালাতক থাকায় অভিযানে কেউকে আটক করতে পারেনি।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম এর নিকট বিষয়টি জানতে চাইলে তিনি জানান, “আলোচিত আল-আমিন হত্যা মামলার মূল আসামীদের গ্রেফতাতরে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এরই অংশ হিসেবে আজ অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়াও র‍্যাব ও পুলিশের যৌথ অভিযান চলছে।”

তিনি আরও বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

উল্লেখ্য, কিছুদিন আগে একই গ্রামের স্থানীয় যুবক আল-আমিনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে শাজাহানপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়, যাতে একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দ্রুত সময়ের মধ্যে আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার আশ্বাস দেওয়া হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর