সরকারের অগ্রগতি অন্তর্দৃষ্টিতে দেখার পরামর্শ দিলেন অর্থ উপদেষ্টা

আপডেট: August 4, 2025 |
inbound5736580465461737841
print news

অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, “অনেকেই সরকারের অগ্রগতিকে দেখতে চান না। দেখতে হলে দৃষ্টি লাগে, আর অন্তর্দৃষ্টি না থাকলে কিছুই দেখা যাবে না।”

সোমবার (৪ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদর দপ্তরে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তিনি।

সেখানে ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে আয়কর, ভ্যাট ও কাস্টমস সংক্রান্ত পরিবর্তন তুলে ধরা হয় এবং নতুন কর বছরের ই-রিটার্ন প্রক্রিয়ার উদ্বোধন করা হয়।

সমালোচকদের উদ্দেশে অর্থ উপদেষ্টা বলেন, “অর্থনীতির ইতিবাচক দিকগুলোও তুলে ধরতে হবে। আমাদের অনেক জুনিয়র অর্থনীতিবিদ কিছুই নাকি দেখেন না। আমি তাদের চিনি, সবাই আমার ছাত্র। দেখতে হলে শুধু চোখ নয়, অন্তর্দৃষ্টিও দরকার।”

সরকারের কাজের প্রচার ও অনলাইন কর রিটার্ন সহজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “গ্লাসের খালি অংশ না দেখে পানি ভর্তি অংশটা দেখা উচিত। সরকার যা করেছে, সেটাও তুলে ধরা জরুরি। ক্রিটিসিজম থাকবে, তবে আলোও দরকার। আমি বলি—সানশাইন ইজ দ্য বেস্ট এন্টিসেপটিক।”

তিনি বলেন, “আমার বয়স ৬৫-এর ওপরে। আমি প্রযুক্তিবান্ধব নই। ফোনে মেসেজ ও ইমেইল ব্যবহার করি, এর বেশি কিছু পারি না। তাই কর রিটার্ন প্রক্রিয়াটা যেন আরও সহজ ও সবার জন্য বোধগম্য হয়।”

সেমিনারে এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান, ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি দৌলত আক্তার মালাসহ রাজস্ব খাতের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

সাংবাদিকদের জন্য বাজেট বিশ্লেষণের প্রয়োজনীয়তা তুলে ধরে ইআরএফ সভাপতি বলেন, “বাজেট-পরবর্তী সময়ে এনবিআরের পক্ষ থেকে বিস্তারিত ব্যাখ্যা থাকলে ভুল বোঝাবুঝি অনেক কমে যেত।”

Share Now

এই বিভাগের আরও খবর