ঐতিহাসিক ‘জুলাই ঘোষণাপত্র’ ঘোষণা আজ

আপডেট: August 5, 2025 |
inbound2884825293435885003
print news

ছাত্র-জনতার অভ্যুত্থানের ঐতিহাসিক দলিল হিসেবে পরিচিত ‘জুলাই ঘোষণাপত্র’ আজ মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় ঘোষণা করা হবে। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ঘোষণাপত্র পাঠ করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে অভ্যুত্থানে শরিক রাজনৈতিক দল ও পক্ষগুলো প্রধান উপদেষ্টার পাশে থাকবেন। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।

ঢাকার বাইরে থেকে ছাত্র-জনতার অংশগ্রহণ নিশ্চিত করতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় আটটি ট্রেন ভাড়া করেছে বলে জানা গেছে।

এদিকে, ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে বিএনপির পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নিচ্ছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

সোমবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান।

বাকি চারজন প্রতিনিধি হলেন— স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান এবং সালাহউদ্দিন আহমেদ।

Share Now

এই বিভাগের আরও খবর