বগুড়ার শিবগঞ্জ পুকুর খননে মিললো প্রাচীন আমলের মাটির দুটি হাঁড়ি

আপডেট: August 12, 2025 |
inbound1964740743216348173
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলায় কিচক ইউনিয়নে পুকুর খননের সময় পাওয়া গিয়েছে প্রাচীন আমলের মাটির দুটি হাঁড়ি।

১১ আগস্ট (সোমবার) সকাল থেকে কিচক ইউনিয়নের শোলাগাড়ী শাহ লস্কর জিলানী (রঃ) মাজার শরিফে একটি পুকুর খননের সময় মিলেছে প্রাচীন আমলের এ দুটি মাটির হাঁড়ি।

স্থানীয় সূত্রে জানা যায়,পুকুর খনন কাজের সময় মাটির প্রায় ১০ ফুট নিচে অক্ষত অবস্থায় পাওয়া যায় হাঁড়ি দুটি।

শোলাগাড়ি আদর্শ নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুস্তম আলী জানায়, হাঁড়ি দুটি দেখতে অনেকটা পুরোনো আমলের।

হতে পারে অত্যন্ত মূলবান প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এটি ওই এলাকার অতীত ইতিহাস, সংস্কৃতি এবং জীবনযাত্রা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারে।হাঁড়ি দুটি বর্তমানে শাহ লস্কর (রঃ) এতিম খানায় রাখা আছে। পুকুরটি খনন করতে আরও ২দিন সময় লাগবে।

মহাস্থান প্রত্নতাত্ত্বিক এলাকার কাস্টোডিয়ান রাজিয়া সুলতানা জানান, বিষয়টি আমি জেনেছি। কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সচেতন মহল বলছে, এ আবিষ্কার শোলাগাড়ী শাহ লস্কর মাজারের ঐতিহাসিক গুরুত্বকে আরও বাড়িয়ে তুলবে।

Share Now

এই বিভাগের আরও খবর