জয়পুরহাটে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষে পুলিশসহ আহত ৭

আপডেট: August 16, 2025 |
inbound6489812864380861946
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাট সরকারি কলেজ শাখা (জসক) ছাত্রদলের কাউন্সিলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন পুলিশসহ ৭ জন আহত হয়েছেন।

আহতরা হলেন- ছাত্রদল নেতা তামিম (২২), আরিফুল ইসলাম (২৫), শাহরিয়ার কবির (২৩), রাফি (২৬), সোয়ায়েব হোসেন (২৪), সোহান কবির (২৮) ও পুলিশের উপ-পরিদর্শক আরিফুল ইসলাম (৪৫)। তারা সকলেই জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রদলের নেতাকর্মীরা আজ সকাল থেকে কলেজে অবস্থান নেন এবং ধর্মঘট পালন করেন।

এসময় তারা ‘অবৈধ কাউন্সিল, মানি না- মানবো না’, ‘বয়কট বয়কট, টিম-১৬ বয়কট’, ‘একতরফা কাউন্সিল, মানি না-মানবো না’, ‘অর্থের বিনিময়ে কাউন্সিল, মানি না- মানবো না’, বলে স্লোগান দেন।

এই কাউন্সিল ঘিরে কলেজ এলাকায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। একটি পক্ষ কলেজে অবস্থান নেওয়ায় ৩টায় কাউন্সিল করতে পারেনি কেন্দ্রীয় নেতারা।

বিকেল সাড়ে ৪টার দিকে কলেজ ছাত্রদলের নেতা হাবিবুর রহমানের নেতৃত্বে একটি মিছিল নিয়ে কলেজ ফটকে দিকে যায়।

এসময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। কয়েকজন আহত হলে নেতাকর্মীরা তাদের হাসপাতালে পাঠিয়ে দেয়।

জয়পুরহাট থানার ইন্সপেক্টর (তদন্ত) নাজমুল কাদের বলেন, ছাত্রদলের দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় একজন পুলিশ আহত হয়েছেন।

এছাড়া ছাত্রদলের কয়েকজন আহত হয়েছে। তারা হাসপাতালে ভর্তি রয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর