বিদেশে কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ

আপডেট: August 17, 2025 |
inbound8504435873670033659
print news

পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশ দিয়েছে।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, এ নির্দেশনা আনুষ্ঠানিক চিঠি বা ই-মেইলে না পাঠিয়ে টেলিফোনে অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে জানানো হয়েছে। তারা অন্য মিশনগুলোতেও বিষয়টি পৌঁছে দেওয়ার দায়িত্ব পাচ্ছেন।

দূতাবাস সূত্র জানিয়েছে, ছবিগুলো সরানোর কার্যক্রম তদারকির জন্য অঞ্চলভিত্তিক একজন করে রাষ্ট্রদূতকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা নিশ্চিত করবেন যে সংশ্লিষ্ট মিশনগুলো থেকে রাষ্ট্রপতির ছবি সরানো হয়েছে। এই পদক্ষেপের ফলে বিদেশে বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোতে আর কোনো রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধানের ছবি থাকবে না।

বিদেশে কর্মরত একজন জ্যেষ্ঠ কূটনীতিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, যদিও লিখিত নির্দেশনা নেই, টেলিফোনের মাধ্যমে সরাসরি জানানো হয়েছে এবং অন্যান্য মিশনকেও বিষয়টি জানানোর দায়িত্ব দেওয়া হয়েছে। তবে কিছু অঞ্চলে এখনও সব কূটনীতিক এই বার্তা পাননি।

দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দেশে কর্মরত আরেক কূটনীতিক বলেন, ‘এমন কোনো বার্তা এখনো আমি পাইনি। তবে হাইকমিশনার পেয়েছেন কি না, তা জানি না।’

তথ্যসূত্র : দৈনিক ইত্তেফাক

Share Now

এই বিভাগের আরও খবর