ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা


ঢাকা ও আশপাশের এলাকায় তাপমাত্রা রবিবার সকাল থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে।
দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা সাধারণত ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে।
সকালে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৩ শতাংশ। ভোর থেকেই রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, যা দুপুর পর্যন্ত চলার সম্ভাবনা রয়েছে।