শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের গুণগত পরিবর্তনের কারিগর : মাহফুজ আলম

আপডেট: August 17, 2025 |
inbound7645976108845507982
print news

শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের গুণগত পরিবর্তনের কারিগর বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।

রোববার (১৭ আগস্ট) বাংলাদেশ টেলিভিশনের শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি’ ২০২৫ সালের জন্য আগ্রহী প্রার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

মাহফুজ আলম বলেন, যিনি (জিয়াউর রহমান) সম্মানের যোগ্য, তাকে সেই সম্মান দিতে হবে। শহীদ জিয়াউর রহমান অবশ্যই বাংলাদেশের গুণগত পরিবর্তনের কারিগর।

নতুন কুঁড়ি প্রসঙ্গে তিনি বলেন, জনপ্রিয় এই অনুষ্ঠানটি শহীদ জিয়াউর রহমানের সময়ে শুরু হয়েছিল, যা রাজনৈতিক বিবেচনায় পরবর্তীতে আওয়ামী লীগ সরকার বন্ধ করে দেয়। আমরা রাজনীতিক বিবেচনার বাইরে গিয়ে দেশের শিশু-কিশোরদের সাংস্কৃতির চর্চা বাড়ানোর জন্য নতুন কুঁড়ি আবার শুরু করছি।

গত ১৫-১৬ বছর ধরে দেশে সাংস্কৃতিক শূন্যতার সৃষ্টি হয়েছে বলে জানান মাহফুজ আলম।

তিনি বলেন, বিগত সরকারের আমলে এক ধরনের দলীয় পৃষ্ঠপোষকতা সংস্কৃতি অঙ্গনকে একপেশে করে তুলেছিল। নতুন কুঁড়ির মাধ্যমে আমরা সেই শূন্যতা পূরণ করতে চাই এবং এমন একটি পরিবেশ তৈরি করতে চাই, যেখানে দলীয় মতাদর্শের ঊর্ধ্বে উঠে শিল্পীরা দেশকে প্রতিনিধিত্ব করবে।

নতুন কুঁড়ির থিম সং এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে উপদেষ্টা বলেন, ‘আমরা নতুন, আমরা কুঁড়ি’ এই গানটি ঐতিহ্যবাহী থিম সং হিসেবে থাকবে, তবে প্রতি বছর নতুন থিম সং তৈরির পরিকল্পনাও রয়েছে। অনুষ্ঠানটির মূল কাঠামো আগের মতোই রাখা হয়েছে যাতে গান, নৃত্য, বক্তৃতা, আবৃত্তি ও গল্প বলাসহ সব শাখা থেকে নতুন প্রতিভা উঠে আসে।

Share Now

এই বিভাগের আরও খবর