সংস্কৃতি উপদেষ্টা ফারুকীর ‘অস্ত্রোপচার’ সম্পন্ন

আপডেট: August 17, 2025 |
inbound9221496757955502778
print news

কক্সবাজার থেকে অসুস্থ হয়ে ঢাকায় ফেরার পরদিন স্কয়ার হাসপাতালে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর ‘অ্যাপেন্ডিক্সের অস্ত্রোপচার’ করা হয়েছে।

রোববার সন্ধ্যা ৭টার পর তার অস্ত্রোপচার শুরু হয় বলে স্কয়ার হাসপাতালের প্রধান নির্বাহী ইউসুফ সিদ্দিক জানিয়েছেন।

রাত সাড়ে ৯টায় তিনি বলেন, “তিনি আমাদের এখানে অ্যাবডোমিনাল পেইন নিয়ে এসেছেন। পরে পরীক্ষা করে তার অ্যাপেন্ডিসাইটিস ধরা পড়ে। সেটার অস্ত্রোপচার শুরু হয় সন্ধ্যায়। আমাদের সার্জারি বিভাগের কনলাসটেন্ট অস্ত্রোপচার করেছেন।”

চার দিনের সফরে কক্সবাজারে গিয়ে অসুস্থ হয়ে পড়লে শনিবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হয় উপদেষ্টা ফারুকীকে।

কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন সে সময় বলেছিলেন, সন্ধ্যা থেকে পেটে ব্যথা হচ্ছিল সংস্কৃতি উপদেষ্টার।

আর জেলার সিভিল সার্জন মোহাম্মদুল হক বলেছিলেন, ‘খাদ্যে বিষক্রিয়ার কারণে’ উপদেষ্টা অসুস্থ হয়ে পড়েন বলে তারা ধারণা করছিলেন।

পরে শনিবার গভীর রাতে এক ফেইসবুক পোস্টে উপদেষ্টার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা বলেন, ‘অতিরিক্ত কাজের প্রেশারে’ ফারুকী অসুস্থ হয়ে পড়েছিলেন বলে চিকিৎসকরা তাকে জানিয়েছেন এবং উপদেষ্টা এখন শঙ্কামুক্ত।

তবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় রোববার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, উপদেষ্টার চিকিৎসায় একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বিকালে বোর্ডের সভার পর পরবর্তী সিদ্ধান্ত হবে।

তিশা পরে ফেইসবুকে লেখেন, “আপনাদের প্রতি অনুরোধ, নির্ভরযোগ্য সূত্র ব্যতীত আপনারা অন্য কোনো তথ্য দেখে বিভ্রান্ত হবেন না।”

Share Now

এই বিভাগের আরও খবর