শিবগঞ্জের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা শাকিল


শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলি ইউনিয়নের ভরিয়া পশ্চিমপাড়া গ্রামে বিধবা পারভীন বেওয়ার বসতঘরে অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো পরিবারের পাশে দাঁড়ালেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান শাকিল।
গত শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় বিধবা পারভীনের টিনের ঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। মুহূর্তের মধ্যে আগুনে তার ঘরের সমস্ত আসবাবপত্র, গৃহস্থালি সামগ্রী, পোশাক-পরিচ্ছদসহ সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। ফলে নিঃস্ব হয়ে পড়েন তিনি।
এরই ধারাবাহিকতায় সোমবার (১৮ আগস্ট) বিকালে শিবগঞ্জের দেউলি ইউনিয়নের ভরিয়া পশ্চিমপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এই পরিবারকে দেখতে যান ছাত্রদল নেতৃবৃন্দ।
এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে অসহায় এই বিধবার হাতে ঘর নির্মাণের জন্য টিন তুলে দেন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান শাকিল।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সিয়াম ইবনে জিন্নাহ, দেউলী ইউনিয়ন যুবদলের সভাপতি শাহিনুর রহমান মাস্টার, বিএনপি নেতা মোতাছিন বিল্লাহ, ছাত্রদল নেতা শাকিল, হাকীমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
স্থানীয়রা জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এই পরিবারের পাশে রাজনৈতিক নেতাদের এমন উদ্যোগ মানবিক দৃষ্টান্ত হয়ে থাকবে।