শিবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে আলোচনা সভা ও র‍্যালি

আপডেট: August 19, 2025 |
inbound1323633031028997735
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ ” অভয়শ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদসকে সাৃনে রেখে বগুড়ার শিবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ -২০২৫ উদ্বোধন করা হয়েছে।

১৮ আগস্ট (সোমবার) সোমবার সকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলার প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে পৌর শহর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ পুকুরে পোনামাছ অবমুক্ত করেন।

পরে শহীদ হাফিজার রহমান অডিটোরিয়াম হল রুমে আলোচনা সভার অনুষ্ঠিত হয়।

inbound3874220796706714688

উপজেলা মৎস্য কর্মকর্তা তরিকুল ইসলাম সাবু এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান।

এ সময় সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মাহবুব মোরশেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রউফ,উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফুল ইসলাম, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম, ক্ষেত্র সহকারী মাহমুদুল নবী, মৎস্য চাষী রফিকুল ইসলাম, খোরশেদ আলম কাজল,আব্দুল গোফফার, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হাকিম প্রমূখ।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি উপজেলা নির্বহী কর্মকর্তা শ্রেষ্ঠ মৎস্য চাষীদের ক্রেস্ট প্রদান করেন।

Share Now

এই বিভাগের আরও খবর