শিবগঞ্জের গাংনগর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান


শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলি ইউনিয়নের গাংনগর বাজারে সরকারি জায়গা দখল করে নির্মণ করা অবৈধ স্হাপনা উচ্ছেদ করা হয়।
১৯ আগস্ট (মঙ্গলবার) সকালে বগুড়া শিবগঞ্জ উপজেলার দেউলি ইউনিয়নের গাংনগর বাজারে সকাল থেকে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান।
অভিযানে উপজেলা প্রশাসনকে অইনশৃঙ্খলায় সহযোগিতা করেন শিবগঞ্জ থানা পুলিশেরএকটি দল।
অভিযানে সরকারি খাস জমি দখল করে নির্মিত একাধিক অবৈধ স্থাপনা অপসারণ করা হয়।
দীর্ঘদিন ধরে বাজারের গুরুত্বপূর্ণ স্থান দখল করে অবৈধ দোকান ও স্থাপনা গড়ে ওঠায় বাজারের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছিল।
উচ্ছেদ অভিযানে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও সাধারণ মানুষ বাজারের পরিবেশ স্বাভাবিক ও শৃঙ্খলিত হবে বলে সন্তোষ প্রকাশ করেছেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সরকারি খাস জমি দখল করে কেউ অবৈধভাবে স্থাপনা গড়ে তুললে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।