সিলেটের জাফলংয়ে বিজিবির অভিযানে ভারতীয় অস্ত্র উদ্ধার

আপডেট: August 24, 2025 |
inbound6706611282701497313
print news

ফাহিম আহমদ, সিলেট জেলা প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং সীমান্ত এলাকা থেকে ভারতীয় অবৈধ চারটি এয়ার গান উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

৪৮ বিজিবি সিলেট ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ অস্ত্রগুলো উদ্ধার করে।

বিজিবি সূত্রে জানা যায়, রোববার (২৪ আগস্ট) রাত আনুমানিক ১টা’র দিকে বিজিবির একটি বিশেষ দল গোয়াইনঘাট উপজেলার জাফলং চা বাগান সংলগ্ন কাটারী এলাকায় কৌশলগত অবস্থান নেয়।

টহলদলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। পরবর্তীতে দীর্ঘ সময় ধরে অপেক্ষার পর চোরাকারবারীরা ফিরে না আসায়, ভোর ৬টার দিকে ওই এলাকায় তল্লাশি চালায় টহল দল।

তল্লাশির সময় চা বাগান সংলগ্ন কাটারী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় চারটি ভারতীয় অবৈধ এয়ার গান উদ্ধার করা হয়।

৪৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার এবং চোরাচালান, মাদক ও অস্ত্র পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

এরই অংশ হিসেবে এই এয়ার গানগুলো উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত অস্ত্রগুলোর বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর