বগুড়ায় র্যাবের অভিযানে হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার


শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় র্যাব-১২, বগুড়ার অভিযানে গাবতলী থানাধীন চকবোঝাই সন্ধাবাড়ী এলাকার হত্যা মামলার পালাতক আসামী মোঃ রাসেল শেখ ওরফে রাসেল(৩১) কে গ্রেফতার করা হয়েছে।
র্যাব বগুড়ার অফিস সূত্রে জানা যায়,আজ সোমবার (২৫ আগস্ট) রাত্রি আনুমানিক সোয়া ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে,গাবতলী থানাধীন চকবোঝাই সন্ধাবাড়ী,এলাকার হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামী রাসেল আবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, বগুড়া,দ্রুত গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে।
পরবর্তীতে রাত সোয়া ১টার দিকে র্যাব-১২, বগুড়ার একটি চৌকস আভিযানিক দল উক্ত এলাকায় অভিযান চালিয়ে রাসেল শেখকে গ্রেফতার করতে সক্ষম হয়।
র্যাব-১২, বগুড়ার কোয়াড্রেন লিডার কোম্পানি কমান্ডার ফিরোজ আহমদ জানান,গ্রেফতারকৃত আসমী রাসেলের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলা সদর থানার হস্তান্তর করা হয়েছে।