এমন কোনো কোনো শক্তি নেই ফেব্রুয়ারির নির্বাচন প্রতিহত করবে: প্রেস সচিব


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আগামী ১৫ ফেব্রুয়ারির আগে অনুষ্ঠিত হবে এবং কোনো শক্তিই এটি প্রতিহত করতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শনিবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সমসাময়িক বিষয়ে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
এ প্রসঙ্গে শফিকুল আলম বলেন, স্ট্রংলি বলছি, নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। কোনো শক্তিই এটি প্রতিহত করতে পারবে না। নির্বাচন ঠিক ফেব্রুয়ারির ১৫ তারিখের আগে হবে। কেউ এটাকে থামাতে পারবে না।