শাহজাদপুরে বিএনপি’র নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মহাসড়ক অবরোধ


সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুরের পোতাজিয়া ইউনিয়ন বিএনপি নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে বিক্ষোভে নেমেছে উত্তরবঙ্গ বাঘাবাড়ী ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন।
রবিবার (৩১ আগষ্ট) সকাল ৮টা থেকে শ্রমিকরা বগুড়া-নগরবাড়ি মহাসড়কে একটানা অবরোধ কর্মসূচি পালন করছেন। তাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শ্রমিকরা।
মহাসড়ক অবরোধের ফলে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, সৃষ্টি হয় তীব্র যানজট। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা।
শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুল রহমান গেদা অভিযোগ করে বলেন,শনিবার রাতে বাঘাবাড়ীতে তাদের ইউনিয়ন অফিসে হামলা চালিয়ে চাঁদা দাবি করেন শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বিএনপি নেতারা।
যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের দল থেকে বহিষ্কার না করা হলে আন্দোলন চলবে এবং অবরোধ তুলে নেওয়া হবে না।