সারিয়াকান্দিতে কালিতলা গ্রোয়েন বাঁধে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

আপডেট: September 2, 2025 |
inbound6073715811526943569
print news

মামুন মিয়া, সারিয়াকান্দি প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় কালিতলা গ্রোয়েন বাঁধ এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল থেকে থানা পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার(ভূমি) আতিকুর রহমান,পানি উন্নয়ন বোর্ড সারিয়াকান্দির সহকারী প্রকৌশলী আব্দুল মালেক সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য, পানি উন্নয়ন বোর্ড বগুড়া কর্তৃক বিগত আওয়ামী সরকারের সময় এই অবৈধ স্থাপনা গুলো উচ্ছেদের চিঠি দেওয়া হলেও ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রভাবশালী স্থানীয় সাংসদ ও নেতাকর্মীদের চাপে এবং বাঁধার মুখে তা কার্যকর করতে পারেনি।

এতে হুমকির মুখে ছিলো কালিতলা বন্যা নিয়ন্ত্রিত গ্রোয়েন বাঁধ।

সব জল্পনা- কল্পনার অবসান ঘটিয়ে বর্তমান ২৪ শে জুলাই গণঅভ্যুত্থানের সরকারের সময় এসে তা বাস্তবায়িত করতে সক্ষম হয়েছে।

এতে বন্যা নিয়ন্ত্রিত গ্রোয়েন বাঁধ রক্ষা এবং সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। বিগত সময়ে এই অবৈধ স্থাপনা উচ্ছেদে এবং বাঁধ রক্ষার্থে অনলাইন সহ বিভিন্ন জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে।

অভিযান পরিচালনা বিষয়ে পানি উন্নয়ন বোর্ড সারিয়াকান্দি উপ-বিভাগীয় কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, কালিতলা গ্রোয়েন বাঁধ পানি উন্নয়ন বোর্ড বগুড়ার অধিগ্রহণকৃত সম্পত্তি।

গ্রোয়েন বাঁধ রক্ষার্থে এবং সৌন্দর্যের জন্য এই অবৈধ স্থাপনা গুলো ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে উচ্ছেদ করা হলো। এতে করে কালিতলা গ্রোয়েন বাঁধের সৌন্দর্য বৃদ্ধি পেলো।

তিনি আরও বলেন, পৌর এলাকার হিন্দুকান্দিতে পানি উন্নয়ন বোর্ড বগুড়া কর্তৃক অধিগ্রহণকৃত সম্পত্তির উপর অবৈধভাবে নির্মিত স্থাপনা অপসারণ সহ কাঁটাতার দিয়ে দখলকৃত সম্পত্তি দখল মুক্ত করতে অচিরেই যৌথ বাহিনীকে সাথে নিয়ে অভিযান পরিচালনা করা হবে।

এবিষয়ে স্থানীয় গণমাধ্যমকর্মী,সচেতন মহল সহ সকলের সহযোগিতা কামনা করছি।

Share Now

এই বিভাগের আরও খবর