পীরগঞ্জে ২৫ মামলার আসামী মাদক সম্রাট আরমান গ্রেপ্তার

আপডেট: September 3, 2025 |
inbound4162300127667325863
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় মাদক সহ ২৫ মামলার আসামী মাদক সম্রাট আরমান আলীকে (৩৮) গ্রেপ্তার করেছে পীরগঞ্জ থানা পুলিশ।

২ সেপ্টেম্বর (মঙ্গলবার) সন্ধার আগে পৌর শহরের কলেজ বাজার এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আরমান পৌর শহরের রঘুনাথপুর মহল্লার মৃত শেখ আহম্মদ আলীর ছেলে।

পুলিশ জানায়,আরমান আলী দীর্ঘদিন ধরে পীরগঞ্জ সহ আশ পাশের উপজেলায় মাদক ব্যবসা করে আসছে। পুলিশ তাকে একাধিকবার গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায়।

কিন্তু জামিনে বেরিয়ে এসে তিনি আবার মাদক ব্যবসা শুরু করেন। তার নিয়ন্ত্রণে এলাকায় একটি মাদকের শক্তিশালী সিন্ডিকেট গড়ে উঠেছে।

মাদক মামলা ও দেশী অস্ত্রের মামলা সহ মোট ২৫টি মামলা রয়েছে তার বিরুদ্ধে। বেশ কয়েকটি মামলার গ্রেপ্তারী পরোয়ানা এবং একটি মামলায় ২ বছরের সাজা প্রাপ্ত পলাতক আসামী তিনি।

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার সন্ধার আগে পুলিশ তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। আজ বুধবার তাকে আদালতে তোলা হবে।

Share Now

এই বিভাগের আরও খবর