বগুড়ায় র্যাবের অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ০১


শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ র্যাব-১২, বগুড়া গোপন সংবাদ ভিত্তিতে বগুড়া জেলা কাহালু থানার দুর্গাপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২৮৫ গ্রাম গাঁজা ও ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ আজিজুল হক সরকার (৩৫) মানের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
০২ সেপ্টেম্বর (মঙ্গলবার) সন্ধ্যা সোয়া ৬টার দিকে সিপিএসসি বগুড়া, র্যাব-১২, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক কারবারি বগুড়া জেলার কাহালু থানাধীন রানীরহাট টু দূর্গাপুরগামী পাকা রাস্তার উপর মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর একটি আভিযানিক দল ০২ সেপ্টেম্বর রাত্রি আনুমানিক ১৮.৪০ ঘটিকার সময় সিপিএসসি বগুড়া, র্যাব-১২ এর একটি চৌকস আভিযানিক দল বগুড়া জেলার কাহালু থানাধীন ০৯নং মালঞ্চা ইউনিয়নের অঘোর গ্রামস্থ জনৈক মোঃ জাহাঙ্গীর আলম(৫৫), পিতা-মৃতঃ রুহুল আমীন সরকার এর বসত বাড়ীর সামনে রানীরহাট টু দূর্গাপুরগামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মোঃ আজিজুল হক সরকার(৩৫)-কে ২৮৫ গ্রাম গাজাঁ ও ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করতে সমক্ষ হয়।
এসময় তার কাছ মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি বাটন মোবাইল, একটি সিম কার্ড এবং নগদ ৪৭০ টাকা জব্দ করা হয়।
র্যাব-১২, বগুড়ার স্কোয়াড্রেন লীডার ফিরোজ আহমেদ জামান,গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলার কাহালু থানায় হস্তান্তর করা হয়েছে।
গ্রেফতারকৃত আজিজুল হক সরকার বগুড়া জেলার কাহালু থানাধীন মালঞ্চা ইউনিয়নের মোঃ আব্দুল হাকীম সরকারের ছেলে।
মাদক ব্যাবসার কাজে ব্যাবহৃত ০১টি বাটন মোবাইল, ০১টি সিম এবং নগদ ৪৭০/- টাকা সহ হাতে-নাতে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্বে কাহালু থানায় মামলা দায়ের পূর্বক থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।