বগুড়ায় বার্মিজ চাকুসহ গ্রেফতার ০২

আপডেট: September 3, 2025 |
inbound5435040490826769915
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া জেলা শহরে ধারালো অস্ত্র ও বার্মিজ চাকু নিয়ে মহড়া দেওয়ার সময় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

০৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) গভীর রাতে বগুড়া সদর উপজেলার উপশহর নিশিন্দারা চকরপাড়া এলাকায় পৃথক অভিযানে তাদেরকের দুইটি ধারালো বর্মিজসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- বগুড়া শহরের নিশিন্দারা মন্ডলপাড়া মহল্লার মামুনুর রশিদের ছেলে শাফিউল শিওন (২৭) এবং নিশিন্দারা পূর্ব খাঁপাড়ার আব্দুল মজিদের ছেলে আল আমিন (২১)।

তাদের বিরুদ্ধে সদর থানায় অস্ত্র আইনে পৃথক মামলা দায়ের হয়েছে।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসান বাসির বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের এই কর্মকর্তা জানান, ওই দুই যুবক প্রকাশ্যে চাকু নিয়ে এলাকায় মহড়া দিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপশহর পুলিশ ফাঁড়ির পাশে চকরপাড়ার একটি কম্পিউটার ট্রেনিং সেন্টারের সামনে এবং চকরপাড়া মসজিদের কাছ থেকে তাদের আটক করা হয়।

তিনি আরও জানান, শহর ও সদর এলাকায় অপরাধ দমন ও নিরাপত্তা জোরদারে পুলিশের টহল বাড়ানো হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর