শহীদ জিয়ার আদর্শের সৈনিক এবং দলের নিবেদিত প্রাণ সাবেক ছাত্রনেতা বাতেন


মামুন মিয়া, সারিয়াকান্দি প্রতিনিধি: উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের পতাকা হাতে নিয়ে বিএনপির রাজনৈতিক জীবন শুরু।
অল্প সময়ে মিছিল মিটিং ও মঞ্চে বাস্তবধর্মী বক্তব্যের কারণে সিনিয়র নেতৃবৃন্দের দৃষ্টিতে পড়েন সাবেক ছাত্রনেতা রেজাউল করিম বাতেন।
তিনি জায়গা করে নেন সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটিতে। পরবর্তীতে সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক করে দল গোছানোর দায়িত্ব দেওয়া হয় এই নেতাকে।
নির্দিষ্ট সময়ের মধ্যে লাহিড়ীপাড়া ইউনিয়ন ছাত্রদলের সম্মেলনে জেলা ছাত্রদলের সভাপতি প্রধান অতিথি উপস্থিত থেকে, রেজাউল করিম বাতেনকে সভাপতি করে সম্মেলন সুষ্ঠুভাবে সম্পূর্ণ করেন।
পরবর্তী সময়ে আবারো ২য় বারের মত সভাপতি দায়িত্ব পান এবং একই বছরে সদর উপজেলা ছাত্রদলের সহ- সভাপতির দায়িত্ব পালন করেন তিনি।
মেধা আর সাংগঠনিক দক্ষতার কারণে স্থান করে নেন বগুড়া সদর উপজেলা বিএনপির নির্বাহী কমিটিতে।
দীর্ঘ সময়ে সদর উপজেলা বিএনপির দায়িত্ব পালন করেন দক্ষতার সাথে। ফলে আবারো সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে স্থান পায়।
দলীয় সাংগঠনিক দক্ষতার কারণে পরবর্তী সময়ে সদর উপজেলা বিএনপির নেতৃত্ত্ব পরিবর্তনের কোন অদৃশ্য কারণে এই নেতা কমিটির বাহিরে রাখা হয়।
দীর্ঘ সময় কমিটিতে পদ-পদবি না থাকলেও জেলা বিএনপি এবং সিনিয়র নেতৃবৃন্দের সাথে রাজপথে সকল লড়াই সংগ্রাম ও আন্দোলনে সাথে যুক্ত ছিলেন তিনি।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দিক নির্দেশনা এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে সাংগঠনিক দক্ষতার সাথে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন সাবেক ছাত্রনেতা রেজাউল করিম বাতেন।