দীর্ঘ ৮ বছর পর জেলা বিএনপির সম্মেলনে সভাপতি মির্জা ফয়সাল আমিন, সম্পাদক পয়গাম আলী

আপডেট: September 8, 2025 |
inbound678500721259111197
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: দীর্ঘ আট বছর পর ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সভাপতি পদে মির্জা ফয়সাল আমিন ও সাধারণ সম্পাদক পদে পয়গাম আলী নির্বাচিত হয়েছেন।

এর আগে মির্জা ফয়সাল আমিন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পয়গাম আলী জেলা বিএনপির যুগ্ম সম্পাদকের দায়িত্বে ছিলেন।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে এ ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন অ্যাডভোকেট বদিউজ্জামান চৌধুরী।

এদিন সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। তবে সভাপতি পদপ্রার্থী একজন থাকায় আগেই মির্জা ফয়সাল আমিন বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়ে যান।

ফলাফলে দেখা যায়, সাধারণ সম্পাদক পদে মো: পয়গাম আলী ৩৫১টি ভোট পাই এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা বিএনপির সহ সভাপতি আল মামুন ২৯১টি ভোট পান।

অপর প্রার্থী জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ পেয়েছেন ১৬৬টি ভোট। আর আরেক প্রার্থী পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ সম্মেলনে ৯ ঘন্টা আগেই তার সাধারণ সম্পাদকের প্রার্থীতা প্রত্যাহার করে নেন।

দীর্ঘ আট বছর পর জেলার পাঁচ উপজেলা ও তিনটি পৌরসভার মোট ৮০৮ জন কাউন্সিলর তাদের ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করেন।

দলীয় সূত্রে জানা গেছে, সর্বশেষ ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলন হয়েছিল ২০১৭ সালে ২৪ মে শহরের পাবলিক ক্লাব মাঠে অনুষ্ঠিত ওই সম্মেলনে সভাপতি সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রয়াত তৈমুর রহমান, সাধারণ সম্পাদক নির্বাচিত হন সাবেক পৌর মেয়র মির্জা ফয়সাল আমিন।

Share Now

এই বিভাগের আরও খবর