জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টূর্ণামেন্টে জয়পুরহাট ও নওগাঁ জেলার মধ্যে খেলা অনুষ্ঠিত

আপডেট: September 11, 2025 |
inbound4746841267224243642
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ তারুন্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার বাস্তবায়নে নওগাঁ ও জয়পুরহাট জেলা দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় নওগাঁ জেলা দল ১-০ জয় লাভ করেন। গোল করেছেন নওগাঁ দলের মুন্না।

খেলার উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আক্‌তার চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার, মোহাঃ সবুর আলী, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, সিভিল সার্জন আল মামুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম, এনডিসি আব্দুল্লাহ আল মাহবুব, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ন-আহবায়ক এমএ ওহাব, জেলা জামায়াতের আমির ফজলুর রহমান সাঈদ, শহর বিএনপির সভাপতি অধ্যাপক আমিনুর রহমান বকুল, সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জল প্রধান, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব শামস মতিন প্রমুখ।

দ্বিতীয় পর্বে নওগাঁ স্টেডিয়ামে নওগাঁ জেলার মুখোমুখি হবে জয়পুরহাট জেলা দল।

Share Now

এই বিভাগের আরও খবর