জয়পুরহাটে জেলা পরিষদের শিক্ষাবৃত্তির চেক প্রদান

আপডেট: September 11, 2025 |
inbound320671873295958790
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ  জেলা পরিষদ জয়পুরহাট এর ২০২৪-২৫ অর্থ বছরের  রাজস্ব বাজেটের আওতায় ২০২৪ সালে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের এককালীন শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের আয়োজনে এ শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন  জয়পুরহাট জেলা প্রশাসক (যুগ্মসচিব) ও জেলা পরিষদের প্রশাসক আফরোজা আক্‌তার চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য দেন  সদর উপজেলা নির্বাহী অফিসার জয়পুরহাট  রাশেদুল ইসলাম, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) রুহুল আমিন প্রমুখ।

এ বছরে এককালীন শিক্ষাবৃত্তির জন্য আবেদন করেন ১২১জন। এর মধ্যে যোগ্য আবেদনকারী ১১৩ জন, বাতিল আবেদনকারী ৮জন ছিল। মোট টাকার পরিমাণ ৪ লাখ ৯৯ হাজার ৯০০ টাকা মাত্র।

Share Now

এই বিভাগের আরও খবর