ভ্যাপসা গরমের পর স্বস্তির বৃষ্টি

আপডেট: September 11, 2025 |
inbound3744126933583596869
print news

কয়েক দিনের টানা গরমের পর সকাল থেকেই রাজধানীর আকাশ মেঘলা হতে শুরু করে। দুপুরের আগে ও পরে কয়েক দফা বৃষ্টি হয়। আর বৃষ্টির কারণে ভাদ্রের ভ্যাপসা গরম থেকে সাময়িক মুক্তি পেয়েছে নগরবাসী।

বৃহস্পতিবার ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কম-বেশি বৃষ্টি হওয়ার খবর দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলেন, আপাতত বেশি বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া ভালো থাকতে পারে। রোববার বা সোমবারের দিকে তিন-চারদিন বেশি বৃষ্টি হবে।

বৃহস্পতিবার সকালে আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

এই সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে নঁওয়ার বদলগাছীতে। সেখানে ৪২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়া, রাজশাহীতে ৪১, পঞ্চগড়ের তেঁতুলিয়া এবং চট্টগ্রামের সীতাকুণ্ডে ২১, রাঙ্গামাটিতে ১৮ মিলিমিটার বৃষ্টিপাতের কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এই সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায়, ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা কুতুবদিয়ায়, ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

Share Now

এই বিভাগের আরও খবর