নেপালে আটকেপড়াদের ফেরাতে দু‌টি ফ্লাইট পরিচালনা করবে বিমান

আপডেট: September 11, 2025 |
inbound3207531062706226325
print news

নেপালে চলমান রাজ‌নৈ‌তিক অ‌স্থিরতার ম‌ধ্যে দেশ‌টিতে আটকেপড়া বাংলাদে‌শি নাগ‌রিকদের দেশে ফেরাতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস আজ বৃহস্প‌তিবার (১১ সেপ্টেম্বর) দুটি ফ্লাইট পরিচালনা করবে।

নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শফিকুর রহমান নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

শফিকুর রহমান জানান, আজ বিকেল ৩টা ৫ মি‌নিট ও ৫টা ৪৫‌ মি‌নিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি নিয়মিত ফ্লাইট পরিচালনা করবে।

জানা যায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যেসব যাত্রীর ৯ ও ১০ সেপ্টেম্বর কাঠমান্ডু থেকে ঢাকা যাওয়ার কথা ছিল, তারা আজ বিমানের অতিরিক্ত ফ্লাইট বিজি৩৭৪-এর সুবিধা নিতে পারেন।

নেপালের বাংলাদেশ দূতাবাসের এক‌টি সূত্র বলছে, শিক্ষাসফরে যাওয়া ডিফেন্স কলেজের ৫১ সদস্যের প্রতিনিধিদল বর্তমানে নেপা‌ল রয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও এনজিওতে সেখানে কর্মরত বাংলাদেশির সংখ্যা প্রায় ৫০ জন।

এছাড়া, বর্তমানে আনুমানিক ৪০০ বাংলাদেশি পর্যটক রয়েছেন দেশ‌টিতে।

এদিকে, আজ বিকেলে বিশেষ ফ্লাইটে বাংলাদেশ ফুটবল দল ঢাকায় ফিরছে।

Share Now

এই বিভাগের আরও খবর