জয়পুরহাটে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা


জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে জয়পুরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী’ র সভাপতিত্বে বক্তব্য দেন জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, জেলা জামায়াতের আমির ফজলুর রহমান সাঈদ, এনসিপির যুগ্ম সমন্বয়কারী ওমর আলী বাবু, সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম, আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম, কালাই উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান , ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত, পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ, পৌর নির্বাহী কর্মকর্তা আবু জাফর মোঃ রেজা, পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাড. হ্রষিকেশ সরকার, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের আহবায়ক নন্দ কিশোর আগরওয়ালা প্রমুখ।
পূজা মন্ডপের সংখ্যা জয়পুরহাট সদর উপজেলা ১১৭, পাঁচবিবি ৭৩, আক্কেলপুর ৩৭, কালাই ৩২, ক্ষেতলাল ৪০, মোট ২৯৯ টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।